ব্যবসা করে কি বাংলাদেশে ১০০০ কোটি টাকা আয় করা সম্ভব?

1 Answers   14 K

Answered 3 years ago

আপনার উল্লেখিত সংখ্যার থেকেও বেশি ইনকাম করা যায়, যদি আপনি সে পদ্ধতি জানতে পারেন।

2000 সালে বাংলাদেশের যে অর্থনীতি ছিল তার থেকে এখন 10 গুণ বেশি বৃদ্ধি পেয়েছে, তো সংখ্যাটি তো এমনিতেই বাড়েনি, সেখানে ব্যবসায়ীদের অবদান অনেক রয়েছে।

2000 সালে বাংলাদেশের যতগুলো গ্রুপ অব কোম্পানিজ ছিল, তার থেকে বর্তমান এখন 15 গুণ বেশি গ্রুপ অফ কোম্পানিজ তৈরি হয়েছে।

ব্যবসা কিভাবে শুরু করতে হয় আর কিভাবে বড় করতে হয় সেগুলো সম্পর্কে স্পষ্ট তা তৈরী করুন আপনি নিজের ভিতর নিজের উত্তর খুঁজে পেয়ে যাবেন।

Oditi
oditikhan
344 Points

Popular Questions