ব্যবসায় বিশ্বাস করলেও ধরা খেতে হয়। না করলেও ব্যবসা হয় না। তো একজন ব্যবসায়ীর কী করা উচিত এই ব্যাপারে?

1 Answers   6.2 K

Answered 3 years ago

ভাই, আপনার প্রশ্নটি অত্যন্ত তাত্ত্বিক ও জ্ঞান গভীর। ব্যবসা করতে প্রথমে একটি বিজনেস প্ল্যান দরকার হয়। টাকা যেমন অত্যন্ত জরুরী তেমনি পাশাপাশি টাকার সাথে প্ল্যানটি অত্যন্ত জরুরী তাই ব্যবসার করার আগে ও পরবর্তীতে প্ল্যান থাকা আবশ্যক।

ইংলিশে একটা কথা আছে "A business man not a business man without a plan" একজন ব্যবসায়ী ব্যবসায়ীই নয় যদি তার সফল প্ল্যান না থাকে।

সুতরাং ব্যবসা করার আগে অবশ্যই বিজনেস প্ল্যান বা রোডম্যাপ থাকতে হবে।

একটি সফল প্ল্যান বা রোডম্যাপ কিভাবে তৈরী করতে হয় এজন্য আপনি ইউটিউব এ সার্চ করতে পারেন।

Maruf Alam
Maruf Alam
653 Points

Popular Questions