ব্যবসায়ের কোন নোংরা কৌশল আপনি জানেন?

1 Answers   11 K

Answered 3 years ago

১) ইউনিলিভারের ল্যাক্স সাবানের প্যাকেটে গোলাপের ছবি আছে । ল্যাক্স সাবানে কি আসলেই গোলাপ মিশ্রিত ??

এর কি কোন পরীক্ষা হইছে ?? তাদের দাবীকৃত ফ্রেঞ্চ গোলাপ মিশ্রিত একটা লাক্স সামানের দাম তো কমকরে কয়েকশ টাকা হওয়া উচিত, এত কম দামে তো দেয়া সম্ভব না।

ল্যাক্সের ভেতর যদি গোলাপের অস্তিত্ব নাই থাকে, তবে অবশ্যই তার প্যাকেটের গায়ে গোলাপের ছবি ব্যবহার করা কাস্টমারকে ধোকা দেয়ার নামান্তর। এক্ষেত্রে মিডিয়া নিরব কেন ? কেন তারাই প্রতিদিন তাদের পত্রিকায় সেই সাবানের প্রতারণামূলক বিজ্ঞান দিচ্ছে ?

২) ইউনিলিভারের ফেয়ার এন্ড লাভলীর প্যাকেটের ছবিতে দেখা যাচ্ছে, একটা কালো মেয়ে ফেয়ার অ্যান্ড লাভলী ব্যবহার করে ফরসা হয়ে যাচ্ছে। এটা কি সত্যি ? ফেয়ার এন্ড লাভলী ব্যবহার করে কি সত্যিই ফরসা হওয়া যায় ?

যদি নাই যায়, তবে তারা সেই ছবি দৃশ্যমান করে এতদিন যাবত কিভাবে দেদারসে এই ক্রিম বিক্রি করে যাচ্ছে ? এটা কি কাস্টমারকে ধোকা দেয়া নয় ? আর মিডিয়াও কেন এর বিরুদ্ধে রিপোর্ট করতেছে না ? বরং তারাই কেন তাদের মিডিয়ায় সেই ফেয়ার এন্ড লাভলীর বিজ্ঞাপন ছেপে টাকা কামাই করতেছে ??

৩) ইউনিলিভারের হুইল ডিটারজেন্টের প্যাকেটে গোলাপ এবং লেবুর ছবি কেন ? ডিটারজেন্টে কেমিক্যালী লেবুর ফ্লেভার ব্যবহার করা হয়, কিন্তু তার সাথে প্রাকৃতিক লেবুর কোন সম্পর্ক নাই। এক্ষেত্রে তার বিজ্ঞাপনে প্রাকৃতিক লেবুর ছবি ব্যবহার করে কাস্টমারের সাথে স্পষ্ট প্রতারণা করছে। এবং মিডিয়া সেই প্রতারণাপূর্ণ বিজ্ঞাপন প্রচার করে টাকা কামাচ্ছে।

৪) ব্র্যাকের আড়ং গুড়া দুধের প্যাকেটের মধ্যে লেখা ডেইরী মিল্ক। কিন্তু বাজারে প্যাকেটে বিক্রি হওয়া কোন গুড়া দুধই ১০০% ডেইরী মিল্ক নয়, বরং এতে একটা বড় অ্যামাউন্টের ভেজিটেবল মিল্ক বা অন্য দ্রব্যাদি মিশ্রিত আছে। কিন্তু সেটা কেন আড়ং প্রকাশ করতেছে না ? ডেইরী মিল্কের নাম দিয়ে ভেজিটেবল মিল্ক বিক্রি করা কি কাস্টমারকে ধোকা দেয়া নয় ? আর সেই ধোকাপূর্ণ বিষয়ের বিজ্ঞাপন কেন মিডিয়ায় প্রতিনিয়ত প্রকাশ করা হচ্ছে?

অথচ যারা টিভি বা প্রিন্ট মিডিয়ায় প্রকাশ্যে বিজ্ঞাপন দিয়ে মানুষকে পণ্য কিনতে প্ররোচিত করে এবং যাদের ক্রয়মূল্য ফিক্সড তাদেরকে আগে ভোক্তা অধিকার ক্ষুন্ন করার জন্য ধরা উচিত। কিন্তু এক্ষেত্রে মিডিয়া, কথিত ভোক্তা অধিকার সচেতন গোষ্ঠী এবং প্রশাসন একেবারেই নিরব।

Nahema
nahemakhatun
394 Points

Popular Questions