ব্যক্তিগত ডায়েরি কিভাবে লিখব?

1 Answers   10.3 K

Answered 3 years ago

প্রশ্ন হচ্ছে, কোন ভাষায় লিখবেন।যদি প্রথম শুরু করতে চান,তাহলে একটি খাতায় বা ডায়েরির পাতায়, ঘুমের থেকে ওঠার পরে, রাতে ঘুমানোর আগে পর্যন্ত, উল্লেখযোগ্য যা যা করলেন অথবা ঘটনার স্বাক্ষী থাকলেন, সেগুলি অধ্যায় বা প্যারাগ্রাফ ভাগ করে, লিখতে হবে।যেহেতু বাংলায় প্রশ্ন, ধরে নিতে পারি বাংলায় লিখবেন, তবে জেল-পেন নয়,ডট-পেন ব্যবহার করবেন।

যদি ইংরেজিতে লেখার দক্ষতা থাকে এবং নিজের লেখনীকে স্থায়িত্ব দিতে চান তাহলে কিন্তু ওয়েবসাইট তৈরী করে ব্লগার হিসাবেও নিয়মিত বৈচিত্রপূর্ণ ব্লগ লিখতে পারেন।আপনার লেখা আরো অনেকে পড়তে পারবেন এবং বাড়তি উপার্জনের সুযোগ পেতে পারেন।


Abdullah all Nafi
abdullahalnafi
261 Points

Popular Questions