বৌ স্বামীকে অবহেলা করলে করণীয় কী?

1 Answers   7.5 K

Answered 2 years ago

জগতে দুঃখ-কষ্ট সব সহ্য করা যায়, অবহেলা সহ্য করা যায় না। তাও যদি প্রিয় মানুষ অবহেলা করে তা তো মোটেই না! পৃথিবী তখন নিষ্ঠুর লাগে, সবকিছু এলেমেলো লাগে। তা তো মেনে নেওয়া যায়ই না। যতক্ষণ পর্যন্ত এর বিহিত না হয়, ততক্ষণ অব্দি মন ঠাণ্ডা হয় না। কি যে এক অসহ্য যন্ত্রণা। এবার উত্তরে ফিরি, খুব ভালো করে খেয়াল করে দেখুন, সে কেনো অবহেলা করছে। অবহেলা করে সে একটা কিছু বোঝাতে চাইছে, একটা কিছু বলতে চাইছে। নতুবা আপনাকে এর গুরুত্ব দিতে চাইছে না। সুতরাং আপনি আগে তাঁর অবহেলার ধরণ বুঝুন, সে কি চায়, কেন অবহেলা করছে, নাকি ব্যস্ততার দরুন অবহেলা করছে। আপনি এক সপ্তাহ তাকে অবজারভ করলে খুঁজে পাবেন কারণ। অবহেলা মানে আপনার গুরুত্ব কমে যাওয়া। সুতারাং খুজুন কএন অবহেলা করছে। তবে, আমি বলবো, যে আপানকে অবহেলা করে তাঁর কাছ থেকে সরে আসা উচিত। কারণ, তাঁর অবহেলা আপনার মানসিক শক্তি, পজিটিভিটি, অনুপ্রেরণা কমিয়ে আপনাকে দিনে দিনে অসহায় করে তুলবে। এর তাছাড়া সহজ কথাই ভাবা যায়, যে আপনাকে পাত্তা দেয় না, তাকে পরিহার করা অবশ্যই উচিত। জানি, প্রিয় মানুষ হলে পরিহার করা এতো সহজ না, যত সহজে আমি লিখে ফেললাম। তাই, নিজকে বোঝান, আপনার চেয়ে আপনার জীবনে কেউই বেশি গুরুত্বপূর্ণ না। আপনার নিজের ভালো থাকা সবচেয়ে জরুরি। কেই যদি গুরুত্ব না দেয় তাহলে সরে আসেন তাঁর থেকে। মনে করুন তাঁর গুরুত্ব আপনার লাগবে না। নিজকে ভালোবাসুন, নিজকে গুরুত্ব দিন। এ ব্যপারে বুদ্ধার একটা বিখ্যাত বাণী আছে, ছবি উৎসঃ গুগোল স্যার জীবন এতো ছোট না, চোখ মেলে দেখুন। অনেক বড় জীবন। অনেক মানুষ এইখানে, অনেক সুযোগ, অনেক অপশন। কেউ গুরুত্ব না দিলে আপনাকে গুরুত্ব দেওয়ার অনেক মানুষ পাবেন। এটা ভুল ধারণা, তাঁর মতো মানুষ পাবেন না আর। জীবন সুন্দর, অন্যের অবহেলায় জীবনকে নষ্ট করবেন না। জীবনকে উপভোগ করুন, আনন্দ করুন। আপভোট দিবেন যদি কিছু শিখে থাকেন বলে মনে করেন। ধন্যবাদ।
Taskin Ahmed
taskinahmed
215 Points

Popular Questions