বেশির ভাগ ডাক্তাররা ডাক্তারকেই কেন বিয়ে করে?

1 Answers   5.8 K

Answered 3 years ago

ডাক্তারি পেশা অন্য দশটা পেশার মত নয়। একজন ডাক্তারকে সারা জীবনভর একটা পড়াশোনার মধ্যে থাকতে হয়। দিন-রাত ব্যস্ততায় থাকতে হয়। হাসপাতালের ডিউটির বাইরে চেম্বারে রোগী থাকে, সংসারে পর্যাপ্ত সময় দেওয়া তার জন্য সম্ভব হয় না।

এছাড়া রাতে হাসপাতালে ডাক্তারদের নাইট-ডিউটি থাকে। বেশিরভাগ নন-ডাক্তার স্বামীই তার স্ত্রীকে রাতে বাইরে থাকতে দিতে রাজি হবেন না। এগুলো ছাড়াও আরো অনেক কারণ আছে, যা শুধু একজন ডাক্তার স্বামীই অনুধাবন করতে পারবেন। মূলত এসকল কারণেই বেশিরভাগ ডাক্তাররা পার্টনার হিসেবে অন্য একজন ডাক্তারকেই পছন্দ করেন।

Afia Islam
afiaislam
356 Points

Popular Questions