Answered 3 years ago
কারন হামলা একটা সেন্সিটিভ কাজ, গোপন কাজ যা নিরাপত্তা রক্ষা করেই করতে হয়। রাতে মানুষ ঘুমায়। তাই মানুষের আনাগোনা কম থাকে। হামলার আনুষাঙ্গিক কাজ, লক্ষবস্তু নির্ধারন দিনের থেকে রাতে নির্ধারন করা তুলনামূলক সহজ। আর রাতে ক্ষয়ক্ষতির পরিমানও বেশি করা সম্ভব দিনের তুলনায়। কারন দিনে বেশিরভাগ মানুষ সজাগ থাকে যাতে আক্রমন প্রতিহত করা, বা ক্ষয়ক্ষতি কমানো দ্রুত সম্ভব হয়। যেটা রাতে সম্ভব না।
আমার মনে হয় এসব কারনেই দিনের থেকে রাতে হামলা প্রেফার করা হয়।
shuvokumar publisher