বৃষ্টি আসলে পুকুরের পানি গরম অনুভূত হয় কেন?

1 Answers   6.7 K

Answered 3 years ago

বৃষ্টি হলে পুকুরের পানি আসলে গরম হয় না। তবে গরম অনুভূত হয়। পুকুরের পানি পূর্বে যে অবস্থায় ছিলো সেভাবেই থাকে। কিন্তু বৃষ্টির পানি কিছুটা ঠান্ডা থাকে আর বৃষ্টির কারণে পরিবেশ ও ঠান্ডা হয়। আর এর ফলে পরিবেশ এবং বৃষ্টির পানির তুলনায় পুকুরের পানিকে গরম মনে হয়। আর পানির আপেক্ষিক তাপধারণ ক্ষমতা বেশী। মানে পানি ঠান্ডা বা গরম হতে অনেক বেশী সময় নেয়। তাই পুকুরের পানি তাড়াতাড়ি ঠান্ডা হতে পারেনা। এজন্য তখন পুকুরের পানিকে গরম মনে হয়।
Riyazul Islam.
riyazulislam
524 Points

Popular Questions