Answered 3 years ago
শিবির বর্তমানে সব জায়গাতেই আছে। বুয়েটে তো আরো বেশি। মূলত এরা latent(সুপ্ত)। কারণ ছাত্রলীগ শিবিরের পোলাপানদের ক্ষেত্রে ০ টলার্যান্স নীতি অবলম্বন করে। আবরার ফাহাদের ঘটনা দ্রষ্টব্য। কেবল সন্দেহ ছিল যে সে শিবির, তাতেই এই অবস্থা। যদি প্রমাণিত হতো যে সে আসলেই শিবির করে, তবে কি হতো ভাবুন। তাই ছাত্রলীগের পিটুনির ভয়ে শিবিরের লোকজন এখন লুকিয়ে থাকে।
mahirkhan publisher