বিয়ে না করে কি জীবন পার করে দেওয়া খুব কঠিন কাজ? আমার কেন জানি মনে হয় বিয়ে না করা ভালো! এর পক্ষে আমার বেশ কিছু যুক্তিও আছে, তারপরও যুক্তির কথা বাদ দিয়ে বাস্তবতার আলোকে বুঝতে চাই!
7
0
1 Answers
14.1 K
0
Answered
2 years ago
পৃথিবীতে বহু মানুষ আছেন যারা বিবাহ করেননি । বিবাহ করাই ভালো থাকার একমাত্র মাপকাঠি নয়। যদি এমন ভাবা যায় বিয়ে করলে একজন সঙ্গী হবে, ছেলেমেয়ে নিয়ে ভরা সংসার হবে তাহলে করা যেতেই পারে । কে মানা করবে !
fahima publisher