বিয়ের পর নিজের প্রাক্তন প্রেমিকার সাথে কথা বলা ঠিক হবে কি? আপনার মতামত কী?

1 Answers   6.6 K

Answered 3 years ago

সব মানুষের জীবনের গল্প ভিন্ন। বিশেষ করে প্রেম, ভালবাসা, সম্পর্ক এসব বিষয়ে এক কথা সবার ক্ষেত্রে খাটেনা। প্রাক্তনের সাথে যোগাযোগ রাখা উচিৎ কি না সেটা কোরায় কতগুলা অচেনা লোকের চেয়ে আপনিই বেশি ভাল জানেন। আপনার বিবেক-বিবেচনা যা বলে সেটাই সই।

অনেকেই দেখলাম "কথা বলা উচিৎ না" বলে উত্তর দিয়েছেন। আমি এখানে সামান্য দ্বিমত করব। আমি বলব প্রাক্তনের সাথে সম্পর্কটা কিভাবে, কোন প্রেক্ষাপটে ভাঙ্গল, গল্পের পাত্র-পাত্রীরা কে কতটা সভ্য ইত্যাদি ফ্যাক্টরের উপর উপর নির্ভর করবে কথা বলা উচিৎ নাকি অনুচিৎ। যদি খুব বিশ্রী ভাবে মারামারি ঝগড়াঝাঁটি করে অথবা একে অপরকে দুঃখ দিয়ে পুরাতন সম্পর্ক ভেঙ্গে থাকে তাহলে নতুন করে যোগাযোগ স্থাপন করতে গেলে ভাল অভিজ্ঞতা হওয়ার সম্ভাবনা কম। সব প্রেমের সম্পর্কই দীর্ঘস্থায়ী হয়না, অধিকাংশই এক সময় শেষ করতে হয়। কিন্তু অধিকাংশ লোকই হয়ত সম্পর্কে ইতি টানার সময় নিজেরদের উপর নিয়ন্ত্রণ রাখতে পারেনা। নিজের এবং অপরের সম্মান রক্ষা করে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারেনা। যদি দুইজন প্রাপ্ত বয়স্ক মানুষ নিজেদের এবং একে অপরের সম্মান রক্ষা করে সম্পর্কে ইতি টানতে পারে তাহলে ভবিষ্যতে যোগাযোগ হলে অন্তত অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা থাকে না।

আমার জীবনসঙ্গিনীর সাথে আট বছরের পরিচয়। তার সাথে পরিচয়ের আগেও জীবনে একাধিকবার প্রেম এসেছে। তাদের কারও কারও সাথে সম্পর্কে ইতি টানার পরেও যোগাযোগ ছিল। ফেসবুকে একে অপরের জীবন কিভাবে আগাচ্ছে দেখা যেত। জন্মদিন, নববর্ষ ইত্যাদি বিশেষ দিনে শুভেচ্ছা বিনিময় হত। যখন তাদের কারও সন্তানাদি হয়েছে, আমি শুভেচ্ছা পাঠিয়েছি। আমার যখন সন্তানাদি হয়েছে, শুভেচ্ছা পেয়েছি। এক সময় প্রাকৃতিক নিয়মেই আমাদের জীবন অনেক দূরে সরে গেছে, কেউ কারও খবর রাখা হয়না। এটাই স্বভাবিক। কিন্তু এখনও যদি তাদের কারও সাথে রাস্তায় দেখা হয়ে যায়, ভদ্রতা করে এক সাথে বসে এক কাপ চা পান করতে পারব। আমার জীবনসঙ্গিনীও এই কথা জানে। আমার সাথে পরিচয়ের আগে তারও জীবনে অন্য অনেক মানুষ এসেছিল। আমি শ্বশুরালয়ে বেড়াতে গেলে একই শহরের বাসিন্দা তার একজন প্রাক্তনের বাবা-মায়ের সাথে মাঝে মাঝে দেখা হয়, একে অপরের বাড়িতে পানাহারের আমন্ত্রণ বিনিময় হয়। তারাও এখন দাদা-দাদি হয়েছেন, নাতি-নাতনির ছবি দেখায়। আমাদের বাচ্চাদের আদর করে। এগুলা সভ্য মানুষের আচরণ। সম্পর্কে ইতি টানার পর, অনেক দিন পার করে হঠাৎ দেখায় যদি একসাথে বসে দুইজন প্রাপ্ত বয়স্ক সভ্য মানুষ দুই দন্ড কথা বলতে না পারে, তাহলে সেই সম্পর্কটা কি আদৌ প্রেম ছিল নাকি শত্রুতা?


Shuvan Ahmed
shuvanahmed
515 Points

Popular Questions