বিয়ের জন্য কেমন পাত্র খুঁজবো?

1 Answers   12.8 K

Answered 2 years ago

অভিনেত্রী স্বস্তিকার কাছ থেকে কেমন ধরনের পাত্র আপনি চান সে বিষয়ে ধারণা পেতে পারেন।

৪১ বছর বয়সী কলকাতার অভিনেত্রী স্বস্তিকা পাত্র খুঁজছেন।

পাত্রের বিষয়ে স্বস্তিকা লিখেছেন, ‘গায়ের রঙ শ্যামবর্ণ হলেও চলবে। পাত্রকে অতি অবশ্যই বই পড়তে, গান শুনতে আর বেড়াতে যেতে ভালোবাসতে হবে। পশু প্রেমিক হতে হবে আর কুকুরকে মাথায় তুলে রাখতে হবে। সেই সাথে ইংরেজি ব্যবহার না করে বাংলা ভাষায় পুরো ১০ মিনিট টানা কথা বলতে পারলেই হবে।'

অন্য শর্তগুলো খুবই সহজ তবে ইংরেজি ব্যবহার না করে টানা দশ মিনিট শুধু বাংলায় কথা বলতে হবে এই শর্ত পূরণ করতে পারা কারো পক্ষে সহজ হবে বলে মনে হয় না।

Rumman
rumman
292 Points

Popular Questions