বিয়ের আগে কি করা উত্তম?

1 Answers   1.7 K

Answered 2 years ago

নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার অভ্যাস করা।

নিজের মতামতের সঙ্গে সঙ্গে প্রিয়জনের মতামতকেও যে যথেষ্ট গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে সেই মানসিক অবস্থা আগে থেকে তৈরি করা।

দুজনের পারস্পরিক সম্মান বোধ ছাড়া কোন সম্পর্ক টেকে না। বিয়ের এই সম্পর্ককে টেকাতে গেলে দুজন দুজনকে যে সম্মান করা প্রয়োজন সেই ভাবে নিজেকে প্রস্তুত করা।

আপনার প্রিয়জনের পছন্দ এবং চাহিদা পূরণের জন্য নিজেকে প্রস্তুত রাখা।

অভাব যাতে কোনরকম ভাবে বিবাহ পরবর্তী জীবনকে প্রভাবিত না করতে পারে আগে থেকেই তার ব্যবস্থা রাখা।

নিজেদের বয়স, বসবাসের পরিবেশ, এবং প্রিয়জনের পরিবারের বংশগত কোন রোগ আছে কিনা সে ব্যাপারে আগে থেকে জেনে রাখলে সম্পর্ক স্থাপন অনেক সহজ এবং দীর্ঘস্থায়ী হয়।

Arifa
arifa25
157 Points

Popular Questions