বিসিএস প্রশ্নঃ ৩৫ টাকার সবজি কিনে। ক্রেতা বিক্রেতাকে ৫০০ টাকার জাল নোট দিয়ে ৪৬৫ টাকা ফেরত নিল। বিক্রেতার কত টাকা ক্ষতি হল?

1 Answers   7.8 K

Answered 2 years ago

বিক্রেতার ক্ষতি হবে ৫০০ টাকা বা তার চেয়ে কিছু কম। আসলে ক্রেতা আপনাকে যে ৫০০ টাকার জাল নোট দিয়েছে তাঁর বাস্তবিক মূল্য ০। সেটাকে আমরা হিসেবে ধরবো না। বিষয়টাকে সহজ ভাবে বুঝার জন্য, মনে করুন, ক্রেতা হচ্ছে একজন চাঁদাবাজ। সে আপনার থেকে ৩৫ টাকার সবজি নিল। এবং সবজির দাম তো দিলই না বরং আপনার মাথায় বন্দুক ঠেকিয়ে বলল কিছু টাকা দিতে, আপনি ৪৬৫ টাকা দিলেন তাকে। তো এবার সহজে হিসাব করুন আপনার কত টাকা ক্ষতি হলো। (৩৫ + ৪৬৫) = ৫০০ কিন্তু এখানেও কিছু কথা আছে।‌‌ আসলে ক্রেতা ৩৫ টাকার যে সবজি বিক্রি করলাম তা কিন্তু তিনি ৩৫ টাকায় কেনেন নি। তিনি হয়তো এর চেয়ে কম মূল্যে কিনেছেন। লভ্যাংশ বাদ দিলে ক্রয় মূল্য এবং ৪৬৫ টাকা সবজি বিক্রেতার গচ্চা গেল। আশা করি আপনি বুঝতে পেরেছেন।
Rocky Ahmed
Rocky Ahmed
516 Points

Popular Questions