বিসিএস পুলিশ ক্যাডার আমার প্রথম পছন্দ। ট্রেনিং নিয়ে ভয় পাচ্ছি। ট্রেনিংয়ের জন্য যারা ফিট নাহ তথা ভালোভাবে সম্পন্ন করতে পারেননা অথবা সিরিয়াসলি ইনজুর্ড হোন, সার্ভিসে তাদের ভবিষ্যৎ কি?

1 Answers   10.5 K

Answered 3 years ago

বিসিএস পুলিশ ক্যাডারকে পছন্দ করার জন্য ধন্যবাদ স্যার।

ট্রেনিং নিয়ে ভয় পাচ্ছেন সেটা কেবল আপনার দূর্বলতা। অন্যথায় ইনশাআল্লাহ আপনি সুস্থ থাকলে পুলিশ ক্যাডারের ট্রেনিং এ কোন সমস্যা ছাড়া উত্তীর্ণ হবেন। আমি বাংলাদেশ পুলিশের তৃতীয় শ্রেণির একজন কর্মচারী খুব কাছ থেকে এএসপিদের ট্রেনিং দেখার সৌভাগ্য হয়েছে। ট্রেনিং আসলে খুব কষ্ট, তবে যৌথভাবে এ কষ্টটা আপনার জীবনের সেরা মুহূর্তেও পরিণত হতে পারে, আপনি একটুর জন্যও দূর্বল হবেন না। ট্রেনিং ড্রীল প্রশিক্ষণ, আইন প্রশিক্ষণ ছাড়াও বিনোদনের ব্যবস্থা রয়েছে। বুঝতে হবে আপনি এএসপিতে ভর্তি হচ্ছেন। আপনি এত এত ব্যাচমেট পাবেন সম-শ্রেণির, সম-মানের এরকম সার্কেল আপনার জীবনে অন্যতম সেরা মুহূর্ত হবে। ট্রেনিং এ কারো পিতৃ পরিচয়, এমপি-মন্ত্রীর ক্ষমতা প্রয়োগ করার সুযোগ থাকে না। অনেক টা গ্রাম্য প্রবাদ অনুযায়ী বাঘ মহিষ একই সাথে জ্বল খাবে কোন বৈষম্য থাকবে না।

ডিপার্টমেন্টাল অভ্যন্তরিক অনেক কিছু বলা উচিত হবে না! আপনাকে ড্রীল (মাঠ) প্রশিক্ষণ করাবে একজন এসআই(সশস্ত্র) ও একজন এএসআই (সশস্ত্র) র‍্যাংকের পুলিশ সদস্য… বুঝতেই পারছেন উনি এবং আপনি আকাশ পাতাল ডিফারেন্স র‍্যাংকের দিক দিয়ে। উনারা আপনাকে ট্রেনিং এও স্যার বলে সম্মোধন করবে ওরা খুব ভালে করে বুঝে যে এই লোকটা ট্রেনিং শেষ করার পর আমার ইউনিট প্রধান হওয়ার যোগ্যতা রাখে, সো আপনাকে অস্বাভাবিক কষ্ট দেওয়ার চিন্তা কখনো করবে না তবে আপনি ওদের কমান্ড শুনতে অনেকটা বাধ্য! না শুনলে ট্রেনিং হতে ফিরেও আসতে হতে পারে!

ট্রেনিং এ উত্তীর্ণ হওয়ার প্রদান পরিক্ষা হলো ধৈর্য ধরে থাকা ট্রেনিং খুব কম মানুষ অকৃতকার্য হয় যারা হয়ও তারা বিভিন্ন কারণে…

আপনি যখন থেকে দেশকে সেবা দেওয়া শুরু করবেন তখন থেকে আপনার সার্ভিস বুক খোলা হবে অর্থাৎ ট্রেনিং আপনার সার্ভিস বুক থাকছে না তাই ট্রেনিং আপনি কেমন পারফরম্যান্স করেছেন তা আপনার চাকরির জীবনে প্রভাব ফেলবে না।

এএসপিদের সিরিয়াস ইনজুর্ড হওয়ার পসিবিলিটি খুব একটা থাকে না তারপরেও চিকিৎসা সু চিন্তা দিয়ে ডিপার্টমেন্ট আপনার পাশে থাকবে।

ভুলক্রটি ক্ষমা করবেন (আমার মন্তব্য ভুলও হতে পারে) ব্যস্ত মুহূর্তে প্রশ্নের উত্তর টা শর্টকাটে দেওয়ার ট্রাই করলাম…

স্যার আমাদের চ্যালেঞ্জিং পেশার প্রদান হাতিয়ার হলো সাহস আর মনোবল এ দুটা আপনার আরেকটু ইমপ্রোুব করা দরকার। শুভ কামনা স্যার।


Ria Khatun
riakhatun
264 Points

Popular Questions