বিশ্বের প্রথম এন্ডয়েড অপারেটিং চালিত মোবাইল ফোন কোনটা?

1 Answers   5 K

Answered 3 years ago

২০০৭ সালে যখন প্রথম আইফোন বাজারে আসে, তখন মোবাইল কম্পিউটিং এর একটি নতুন যুগের সূচনা হয় বলা চলে। গুগল তখনও চুপিসারে এন্ড্রয়েড নিয়ে কাজ চালাতে থাকে। এভাবে চলতে চলতে ডেভেলপারদের জন্যে এন্ড্রয়েড তাদের প্রথম বিটা ভার্সন উন্মুক্ত করে একই বছরের নভেম্বর মাসের ৫ তারিখে..

পরের বছরের অর্থাৎ ২০০৮ এর সেপ্টেম্বর মাসে ঘোষণা দেওয়া হয় এন্ড্রয়েড চালিত T-Mobile G1 এর, যা অনেক দেশে HTC Dream নামেও পরিচিত ছিলো!

এই ফোন বাজারে আসে অক্টোবর মাসে আর এই ফোনে ছিলো ৩.২ ইঞ্চির পপ আপ টাচস্ক্রিন,একটি কীবোর্ড

আপডেট : ৩.৫মি.মি পোর্টের হেডফোন জ্যাক ছিলো না !


Ujjol Ahmed
ujjolahmed
566 Points

Popular Questions