Answered 2 years ago
১. Remove YouTube Recommended Videos
ইউটিউবে একটা টিউটোরিয়াল ভিডিও দেখতে গেলে ডানপাশে আরো দশটা হিন্দি গানের ভিডিও এসে বলতেই থাকে-- আমাকে ক্লিক কর। আমাকে ক্লিক কর। আর একবার একটা গান এ ক্লিক করলেই সেইদিন শেষ। অপ্রয়োজনীয় বিনোদন নিতে নিতে সারা রাত গায়েব হয়ে যায়।
তাই ইউটিউবে যারা সিরিয়ালসি টিউটোরিয়াল দেখতে চায় আমি তাদের রিকমেন্ড করি Remove YouTube Recommended Videos নামক ক্রোম এক্সটেনশনটি ইন্স্টল্ করে নিতে। তাহলে কোন একটা ইউটিউব ভিডিও দেখার সময় ডানপাশে আর কোন রিকোমেন্ডেড ভিডিও থাকবে না। এমন কি youtube এর হোম পেইজে গেলেও কিছু দেখাবে না।
একদম ফোকাসডভাবে শিখতে পারবে।
২. মোবাইল এপ ইউজ করো।
একাডেমিক পড়াশুনার জন্য টেন মিনিট স্কুল, বাইজু এর নাম এখন আমরা সবাই জানি। এই এপগুলো ইউজ করে শেখা অনেক বেশি থাকে।
৩. তোমার প্যাশনের ফেইসবুক গ্রূপ এ জয়েন করো
ধরো তুমি যদি প্রোগ্রামার হতে চাও। তাহলে প্রোগ্রামারদের গ্রূপ এ জয়েন করো। আর তুমি যদি ফটোগ্রাফার হতে চাও তাহলে তাদের গ্রূপ এ জয়েন করো। আর তোমার যে ফ্রেন্ড শুধু প্রিমিয়ার লীগের খেলা নিয়ে ট্রল পোস্ট তাকে ফ্রেন্ড লিস্ট এ রেখে দাও। তবে তার প্রোফাইল এ গিয়ে টুক করে তাকে আনফলো করে দাও।
লাইফ প্যারাহীন হয়ে যাবে।
৪. একসাথে একটা ডিভাইস ইন্টারনেট থাকবে
তুমি একসাথে একাধিক ডিভাইস এ ইন্টারনেট রাখলে। নোটিফিকেশন তোমাকে এক দিক থেকে অন্য দিকে নিয়ে যাবে। তাই যত সম্ভব মোবাইল, ল্যাপটপ এর ইন্টারনেট কানেকশন বন্ধ করে কিছু একটা করতে। বা দরকার হলে শুধু মাত্র একটা ডিভাইজ যেটা দিয়ে কিছু একটা করতেছো সেটাতে ইন্টারনেট থাকবে। বাকিগুলোর ইন্টারনেট অফ থাকবে
সম্ভব হলে দিনের একটা সময় ইন্টারনেট ছাড়া কাটাও। সেটা হতে পারে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। বা সন্ধ্যা হওয়ার সাথে সাথে ইন্টারনেট বন্ধ। এটা কারো কারো জন্য খুব কার্যকরী একটা সিস্টেম হতে পারে।
৫. ফ্রি কোর্স করো
যত পারো ফ্রি কোর্স করো। সার্টিফিকেট নাও। ক্লাসের পড়ার বাইরে যত পারো জিনিসগুলো জানো। করতে করতে তোমার একটা প্যাশন তৈরি হয়ে যাবে। সেটাই তোমাকে একটা ক্যারিয়ার এর রাস্তা তৈরি করে দিবে।
বাংলাদেশ বসে হার্ভার্ড এর ক্লাস, এমআইটি এর ক্লাস সরাসরি ইউটিউবে দেখা যায়। সেগুলা দেখো। দরকার হলে তুমি যে সাবজেক্টে পড়ছো সেটার বাইরের জিনিস সম্পর্কেও জানতে শুরু করো। দেখবে দু-চোখ খুলে গেছে।
shuvo publisher