বিয়ে করার সময় কোন ভুলটি করলে সারা জীবন আফসোস করতে হবে?

1 Answers   9.1 K

Answered 2 years ago

অনেককে দেখেছি শিক্ষিত/যোগ্যতাসম্পন্ন/গুণবতী মেয়ে বিয়ে করতে যেয়ে চেহারার দিকে খেয়াল করতে ভুলে গেছেন। এখন বাইরে বের হলেই অন্যের সুন্দরী বউ এর দিকে তাকিয়ে থাকেন।
অনেকে আবার শুধু চেহারা দেখতে যেয়ে মাকাল ফল বিয়ে করেছেন। এখন বউ-এর সাথে প্রতিদিন ঝগড়া বা মারামারি চলে। কারণ, বৌ এমন এমন সব আহাম্মকি অথবা ইতরামো কাজ করে যেগুলো সহ্য করা অসম্ভব। এই উভয় দলই চরম হতাশার মধ্যে আছে

Mahbub Alom
mahbubalom
389 Points

Popular Questions