Answered 2 years ago
বিয়ের পর এমন অনেক কিছু শিখেছি যা, বিয়ের আগে বুঝতে পারিনি। যেমন-
বিয়ের পর অনেক বড় একটা দায়িত্ব এসে পড়ে, যেটার জন্য আমি সত্যি প্রস্তুত ছিলাম না। বিয়ে মানুষকে অনেক দায়িত্ববোধ শিখায়।
অনেক স্যাক্রিফাইস করা শিখেছি। আসলে এই স্যাক্রিফাইস করতে কষ্ট হলেও এটাতে মানসিক একটা সুখ অনুভব করেছি।
শিখেছি কীভাবে একটা পরিবার থেকে যেয়ে আরেকটা নতুন পরিবারকে আপন করে নেওয়ার অভিজ্ঞতা।
আসলে আরও অনেক কিছুই শিখেছি, অনেক সময় মনে হয়েছিল আমি হয়তো পারবো না, কিন্তু শিখেছি এবং পেরেও গেছি।
antik publisher