Answered 2 years ago
জি। খুব কঠিন। সেক্স নারীদের জন্যে অবিচার। সে গর্ভবতী হয়ে পড়ে ফলে যৌনতায় তার কষ্ট ও বিনিয়োগ বেশি। বিয়ে হলো নারীর কষ্ট পুরুষের ঘাড়ে চাপানোর চুক্তি।
সেক্স আনজাস্ট। পুরুষ সদস্যের কেবল আনন্দ পাবার অপশনটুকু আছে। এতে শারীরিকভাবে কষ্ট পাবার কিছু নেই। অথচ নারীর কষ্ট হয় প্রচুর। বাচ্চা প্রসব ও লালনপালন থেকে শুরু করে আজীবন মাকে বিসর্জন করতে হয় অনেক বেশি। তাই নারী সঙ্গমে এমন পুরুষকে সম্মতি দিবে যে কিনা তার কষ্টের ভাগীদার হবে। কিংবা এমন কিছু করবে যাতে পুরুষ সদস্যটি কষ্টের ভাগীদার হতে বাধ্য হয়।
সেক্স আনজাস্ট। সঙ্গম পরবর্তী স্ত্রী সদস্যদের কষ্ট না থাকলে ছেলেদের উপরও কষ্ট চাপাতো না। নারীরা পুরুষদের যে কষ্ট দেয় তা মূলত একটা প্রাকৃতিক ব্যলান্স।
saifullah publisher