Answered 3 years ago
বিমানবালা শব্দটা আমার কাছে অশ্লীল বলে মনে হয়। প্রমোদবালার মত শুনায়। বিমান সেবিকা মানানসই শব্দ। ওনাদের বেতন খুব কম। প্লেন রানওয়েতে চলতে শুরু করার সময় থেকে ঘন্টা হিসাবে মজুরী হিসাব করা শুরু হয়। বিমান সেবিকাদের ম্যানেজার হলেন পার্সার। অনেক পুরুষ পার্সাররা মেয়ে সেবিকাদের যৌন হয়রানী করে থাকে। কারণ পার্সারের রিপোর্ট পেশায় উন্নতি বা রুট পাওয়ার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। অনেক এয়ারলাইনে বয়স ৩৫ বছরের বেশী হলে কাজ থেকে ছাড়িয়ে দেয়। এই নিয়মটি সিঙ্গাপুর এয়ারলাইনে এক সময় ছিল। এখন আছে কিনা জানিনা। কাতার এয়ারওয়েজ এ বিমান সেবিকারা গর্ভবতী হলে এক সময় চাকুরী চলে যেত অথবা বেতনসহ মাতৃত্বকালীন ছুটি ছিলনা। অনেকের ক্ষেত্রে মাতৃত্বকালীন ছুটি শুরুর আগে পাল্লায় ওজন নেয়া হত এবং কাজে ফেরার সময় ঐ ওজনেই ফেরত আসতে হত। এটি ছিল একটি ভয়ানক রকমের অত্যাচার। এয়ার ইন্ডিয়ায় চিঠি দিয়ে ওজন কমানোর জন্য বলা হত।
বিমান সেবিকাদের কাজটি খুব সহজ নয়। লং রুটে শত শত যাত্রীকে তাদের সন্তুষ্টিমত সেবা করতে হয়। প্রায়শই ওনারা দূর্ব্যবহারের শিকার হন। ভ্রমনকালে ওনাদের প্রতি সদয় থাকা নৈতিক কর্তব্য। সবাইকে সেবা দেয়া শেষ করার পরে ওনারা যখন খেতে বসেন, তখন কোন কিছুর জন্য বিরক্ত করা উচিত নয়।
tonmoyshek publisher