বিভিন্ন ধরনের গাছ, গাছের যত্ন সম্পর্কিত কয়েকটি বইয়ের নাম বলবেন কি?

1 Answers   8 K

Answered 3 years ago

কোনও পরিচর্যা ছাড়াই গাছ বেড়ে ওঠে, যেমন: বট,পাকুড়,তাল এছাড়া ম্যানগ্রোব ফরেস্ট, সুন্দরবন, আমাজান সহ বড় বনাঞ্চল - এর কোন পরিচর্চার দরকার পড়ে না । এখানে ও ফলমুল হয় পর্যাপ্ত যা খেয়ে বেচে তাকে বন্য প্রাণিকুল ।

কারন এই সব গহিন বনে পরিপূর্ণ ইকোসিস্টেম বজায় থাকে । কেও কাউকে অহেতুক মেরে ফেলে না । অবশ্য একজনের বাঁচার প্র্রয়োজনে একজনকে খেয়ে বাঁচে । বিশাল জৈব অবশেষে খাদ্যের পর্যাপ্ততায় গাছেরা ভালো ভাবে বেড়ে উঠে । রাসায়নিক সার, কিটনাশকের ব্যবহার নাই এখানে । বড় গাছেদের মুল শিকড় মাটির গভীর থেকে খাদ্য সংগ্রহ করে, তার ভাগ অন্য ছোট গাছের পায় ।


Kalam Biswas
Kalam Biswas
566 Points

Popular Questions