বিভিন্ন ওয়েবসাইটে FAQ থাকে, FAQ বলতে কী বোঝায়?

1 Answers   8.9 K

Answered 3 years ago

FAQ এর পূর্ণরূপ হলো Frequently Asked Question. কোন একটি প্রোডাক্ট, সফটওয়্যার অথবা কোনো টপিক এর ব্যপারে মানুষ কিছু কমন প্রশ্ন করে থাকে। এবং বারবার সাইটের ওনারকে কমেন্ট বক্স অথবা মেইলে এসবের উত্তর দিতে হয়। এসব কিছুর সমাধান হিসেবে বিভিন্ন ওয়েবসাইটে FAQ সেকশন থাকে।

এই FAQ সেকশনে আপনি ওই প্রোডাক্ট, সফটওয়্যার এর সম্পর্কে করা মানুষের যাবতীয় প্রশ্ন ও উত্তর দেখতে পাবেন।

আপনি যদি আপনার সাইটে FAQ সংযুক্ত করেন তাহলে গুগোলে তাড়াতাড়ি র‌্যাঙ্ক করার ও একটা সুযোগ থাকে।

Rahat Ahmed
rahatahmed09
303 Points

Popular Questions