কিভাবে আবার! যেভাবে আর সব অবিবাহিতরা থাকে, সেভাবে। অন্যলোকের রান্না খেতে হবে। অসুখবিসুখ করলে, সেবাসুশ্রসা করবার জন্য, পয়সা দিয়ে অন্যলোক রাখতে হবে। এ ছাড়া শস্ত্রকারেরা বলেছেন, রতিক্রিয়া ও অপত্যউৎপাদনের জন্য বিবাহ করা দরকার। এই দুটি কিভাবে মিটবে, সেটা আপনাকেই ভাবতে হবে। ধন্যবাদ।🥐🥘
Biplob publisher