বিবাহপূর্ব শারীরিক সম্পর্ক বিয়ের সময় গোপন রাখা কি উচিত নাকি অনুচিত? ইসলাম কি বলে এক্ষেত্রে? গোপন রাখলে কি প্রতারতা করা হয়?

1 Answers   3.7 K

Answered 2 years ago

সুরা আন নুর, আয়াত ৩

ব্যভিচারী পুরুষ-ব্যভিচারিণীকে অথবা মুশরিক নারীকে ছাড়া বিয়ে করে না এবং ব্যভিচারিণী নারী, তাকে ব্যভিচারী অথবা মুশরিক ছাড়া কেউ বিয়ে করে না, আর মুমিনদের জন্য এটা হারাম করা হয়েছে।

এটা ইসলামের মতে ।

আর গোপন রাখলে তো প্রতারনা হবেই ।

ব্যাপারটা মানতে কষ্ট হবে তবে ইসলামে এটাই বলা হইছে । তবে আসলে অনেক খারাপ লাগে এসব দেখলে । মানুষ বুঝে বিয়ের আগে এসব করলে পরে ঝামেলা তাও কি ??? অনেক খারাপ লাগে । আল্লাহ্‌-এর কাছে দুয়া করি প্রয়জনে বিয়ে করব না কিন্তু এমন মেয়ের সাথে যেন বিয়ে না হয় ।

Chahal
Chahal
301 Points

Popular Questions