বিদ্যুৎ দিয়ে পানি গরম করার (৫০ টাকা মূল্যর) পাত্রে পানি গরম করে পান করা স্বাস্থ্যের জন্য কতটা নিরাপদ?

1 Answers   10.1 K

Answered 3 years ago

একদমই নিরাপদ নয়। ৫০ টাকার পানি গরম করার পাত্রগুলো সাধারণত প্লাস্টিকের হয়ে থাকে। আর প্লাস্টিককে উত্তপ্ত করা হলে তা থেকে ক্যান্সার সৃষ্টিকারী পদার্থ নির্গত করে যা স্বাস্থ্যের জন্য মারাত্নক হুমকিস্বরূপ। শুধু মাত্র প্লাস্টিকের পানি গরম করা পাত্রে পানি গরম করা নয়, প্লাস্টিকের পাত্রে খাবার গরম করা অথবা গরম খাবার প্লাস্টিকের পাত্রে রাখা সমানভাবে বিপজ্জনক।

Sakib Ahmed
ahmedsakib
245 Points

Popular Questions