বিদ্যুৎ কত সালে আবিস্কার হয়?

1 Answers   12 K

Answered 3 years ago

বর্তমান সময়ে মাইকেল ফ্যারাডে কে বিদ্যুৎ আবিষ্কারের জনক ধরা হলেও উইলিয়াম গিলবার্ট ১৫৭০সালে সর্বপ্রথম একমুখী বিদ্যুৎ আবিষ্কার করেন।

তাছাড়া বিদ্যুৎ আবিষ্কারে যাদের অবদান অবিস্মরণীয় তাদের নাম দেওয়া হল :

উইলিয়াম গিলবার্ট ১৫৭০ সালে একমুখী বিদ্যুৎ আবিষ্কার করেন।

নিকোলা টেসলা AC (alternating current) বিদ্যুৎ আবিষ্কার করেন।

মাইকেল ফ্যারাডে সর্বপ্রথম সংজ্ঞায়িত করেন , কারেন্ট, ভোল্টেজ এবং রেজিসটেন্স মধ্যে সম্পর্ক।

টমাস আলভা এডিসন সর্বপ্রথম বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেন।

বেঞ্জামিন ফ্রাঙ্কলিং সর্বপ্রথম বিদ্যুৎ সম্পর্কে ধারণা প্রদান করেন।


Mamun Khan
Mamun Khan
540 Points

Popular Questions