বিদ্যালয় জীবনে, কলেজ জীবনে, বিশ্ববিদ্যালয় জীবনে একটি ভালো বান্ধবী চেনার উপায় বলতে পারবেন কি?

1 Answers   6.7 K

Answered 2 years ago

    বিপদে কখনো আপনাকে ছেড়ে যাবে না।
    কখনো পেছনে আপনার সমালোচনা করবেন।
    কখনো আপনার কুটনামি করবেনা।
    কখনো আপনার ক্ষতি হয়, এমন কিছু করবে না।
    আপনাকে ছাড়া গুরুত্বপূর্ণ কোথাও একলা একলা যাবে না।
    আপনাকে না জানিয়ে জীবনের কোন গুরুত্বপূর্ণ কাজ সাধন করবে না।
    সর্বদা আপনার শুভাকাঙ্ক্ষী হয়ে পাশে থাকতে চাইবে।
    বিপদে-আপদে আপনার খোঁজ নেবে।
    আপনার মঙ্গল চাইবে।
    সার্বক্ষণিক আপনার সাথে যোগাযোগ থাকবে।

Ria Khatun
riakhatun
264 Points

Popular Questions