Answered 2 years ago
মাথার চুলের পরিচ্ছন্নতা বজায় রাখতে পারলে শিশুদের লম্বা চুল রাখার ক্ষেত্রে কোনও অসুবিধে নেই। সেটা দেশে হোক বা বিদেশে।
মাথা মুড়িয়ে ফেললেই ভাল চুল হয় না
এর উল্টোটা য়াঁরা বলেন, অর্থাৎ বাচ্চাদের মাথা ন্যাড়া করলে চুল ভাল হয় বলে যাঁরা বলে থাকেন, তাঁরা ভুল বলেন। এর কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই। বরং বাচ্চাদের মাথা কামিয়ে দিলে মাথায় ব্যাকটেরিয়াল ও ফাঙ্গাল সংক্রমণ বেড়ে যেতে পারে এবং ফোঁড়া ও সোরিয়াসিস ইত্যাদি রোগ হতে পারে। মূলত ক্ষুর বা রেজার থেকেই এই জীবানু আসে। "অনেকেই বলেন, জন্মের পর বাচ্চাদের মাথায় যে ময়লা (অ্যামনিওটিক ফ্লুইড) লেগে থাকে, তা দূর করতে জন্মের কিছুদিন পরেই মাথা ন্যাড়া করা উচিত্। আসলে ১-২ সপ্তাহ মাথা শ্যাম্পু দিয়ে পরিস্কার করে দিলে এই ময়লা ৯৯-১০০% পরিস্কার হয়ে যায়। গন্ধও পুরোপুরি চলে যায়। বরং আপনি যদি বাচ্চার মাথা ন্যাড়া করতে গিয়ে অসাবধানতাবশতঃ রেজর বা ব্লেড দিয়ে হেয়ার ফলিকলসহ কিছুটা চামড়া তুলে ফেলেন, তবে নিশ্চিত থাকেন, আপনার বাচ্চার মাথার ঐ অংশটুকু সারাজীবন টাক হয়েই থাকবে।" তাই বাচ্চাদের মাথা কখনোই কামিয়ে দেবেন না। বরং প্রয়োজনে চুল ছোট করে কাটবেন, ঠিক আপনি যেমন চুল বড় হয়ে গেলে সেলুন বা পার্লারে গিয়ে কাটিয়ে আসেন।
আমাদের দেশে এই ভুল ধারনাটা বহুল প্রচলিত। তাই আমাদের এখানে বাচ্চাদের মাথা ঘন ঘন মুড়িয়ে দেওয়া হয়। বিদেশিদের মধ্যে নিশ্চিত ভাবে এই ভুল ধারনাটি চালু নেই, তাই তারা বাচ্চাদের লম্বা চুল রাখেন।
neoma.howe882 publisher