বিট কয়েন কী? আর এটি কিভাবে বিনিয়োগ করা হয়? আমি কিভাবে বিট কয়েন সংগ্রহ করতে পারী?

1 Answers   3.6 K

Answered 3 years ago

বিট কয়েন কী? আর এটি কিভাবে বিনিয়োগ করা হয়? আমি কিভাবে বিট কয়েন সংগ্রহ করতে পারী?

আবিষ্কার

২০০৮ সালের ১৮আগস্ট জাপানী নাগরিক সাতোশি নাকামোতো http://bitcoin.org ডোমেইন নিবন্ধনের পর একই বছর বিটকয়েন কি এবং কিভাবে কাজ করে তা প্রকাশ করেন তা http://metzdowd.com ওয়েবসাইটে প্রকাশ করেন। টাকার একক যেমন পয়সা তেমনি বিটকয়েনের একক মিলি বিটকয়েন ও সাতোশি। ১ বিটকয়েন=১০০০ মিলি বিটকয়েন এবং ১ বিটকয়েন=১ কোটি সাতোশি।

বিটকয়েনে বিনিয়োগ

আপনি বাংলাদেশ থেকে কোনকিছু কিনলে টাকা দিয়ে কেনেন। ইন্ডিয়া থেকে কিনলে রুপী দিয়ে কেনেন। আপনি যার কাছ থেকে পণ্য কিনছে অর্থ্যাৎ বিক্রেতা যদি পণ্যের দামের বিনিময়ে বিটকয়েনকে কারেন্সী হিসেবে মেনে নেয় তখনই তো বিটকয়েন বিনিয়োগে প্রবেশ করল। বিটকয়েন দিয়ে কোন পণ্য কেনা হলে তা বিক্রেতার একাউন্টে পাঠানো হয় এবং বিক্রেতা পরবর্তীতে সেই বিটকয়েন দিয়ে পুনরায় পণ্য কিনতে পারে, অপরদিকে সমান পরিমাণ বিটকয়েন ক্রেতার লেজার থেকে কমিয়ে দেওয়া হয়। প্রত্যেক চার বছর পর পর বিটকয়েনের মোট সংখ্যা পুনঃনির্ধারন করা হয় যাতে করে বাস্তব মুদ্রার সাথে সামঞ্জস্য রাখা যায়।

আপনি যেভাবে সংগ্রহ করবেন

যেকোন মুদ্রার বিনিময়ে বিটকয়েন সংগ্রহ করতে পারেন। কিংবা আউটসোর্সিং করে। যেমন- অয়েবসাইটের কাজ করে দিলেন তার বিনিময়ে বায়ারের কাছ থেকে নিলেন বিটকয়েন। বিটকয়েন যেহেতু যেহেতু ক্রিপ্টোকারেন্সি, সেহেতু অনলাইনে মাইনিং এর মাধ্যমে বিট কয়েন সংগ্রহ করা যায়। মাইনিং হল সারা পৃথিবীর কোন না কোন প্রান্তে বিটকয়েনের মাধ্যমে সংঘটিত হওয়া কোনো লেনদেনকে কোন ইউজার কর্তৃক অথরাইজ করার জন্য একটি স্বয়ংক্রিয় অ্যালগরিদম প্রক্রিয়া। অর্থ্যাৎ যে এলগরিদমটি জানে সে মাইনিং করে বিটকয়েন কালেক্ট করতে পারে। মনে রাখবেন, পণ্য বা মুদ্রার বিনিময়ে বিনিয়োগের আশায় বিটকয়েন কালেক্ট করলে বোকামো।

বিটকয়েনের বাজারদর

প্রথম দিকে ১ ডলার= ১৩০৯ বিটকয়েন ছিল। অনলাইন লেনদেনের সুবিধার কারণে খুব দ্রুত সারা বিশ্বে বিটকয়েন গ্রহণযোগ্যতা পায়। ২৫জুলাই, ২০১৯ এর হিসাব অনুযায়ী ১ বিটকয়েন=৯,৯৯৩ ডলার প্রায় যা বাংলাদেশি টাকার হিসেবে ৮৪৪,৩৪৮ টাকার কাছাকাছি।

আমি যখন এই লেখাটি লেখছিলাম তখন এক বিটকয়েন সমান কত টাকা তা নিচের ছবিতেই দেখতে পারছেন…

ছবিটির ডানপাশের গ্রাফ থেকে নিশ্চয় বুঝতে পেরেছেন কেন মুদ্রা বা পণ্যের বিনিময়ে বিটকয়েনে বিনিয়োগ করতে মানা করেছি! কেন করেছি তা আরেকটু ক্লিয়ার হবে এই উদাহরণের মাধ্যমে। টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক দেড়শো কোটি ডলার বিটকয়েনে বিনিয়োগের ঘোষণা দেবার পর ১৫ফেব্রুয়ারী, ২০২১ তারিখে ১ বিটকয়েন=৪০ লক্ষ টাকা ছিল। আর এই দুই মাসের মধ্যেই প্রতি কয়েনে কমে গেলো প্রায় ১১লক্ষ টাকা।

বিটকয়েনের বাজার খুব দ্রুত উঠা-নামা করে তাই অনেকে বিটকয়েনকে জুয়ার সাথে তুলনা করেন। আবার অনেকে বিটকয়েনকে আগামী দিনের কারেন্সী ভাবে।


Arifa
arifa25
157 Points

Popular Questions