Answered 3 years ago
BETA Version এর মানে হলো সেই অ্যাপটি এখনো ডেভলপমেন্টের PHASE তে আছে অর্থাৎ একটি ধাপে রয়েছে।
যে কোন অ্যাপ ডেভেলপ করে সেটিকে ফুল ভার্সন এ পাবলিশ করার আগে অনেকগুলি ধাপ তাদেরকে একে একে পার হয়ে আসতে হয়। যেমন প্রথমে PRE ALPHA VERSION তারপর ALPHA VERSION তারপর BETA VERSION তারপর তারা ফাইনাল OFFICIAL VERSION তে রিলিজ করে দেয়।
এবার এখানে একটি প্রশ্ন আসে যে কেন তারা বেটা ভার্সনে তাদের অ্যাপটিকে রিলিজ করে?
কেন তারা ডাইরেক ফুল ভার্সন তে রিলিজ করে না।
কোন অ্যাপ ডেভলপার এই কারণেই তাদের সেই অ্যাপটি কে বিটা ভার্সন তে রিলিজ করে যাতে Public এটিকে টেস্ট করতে পারে এবং তাদের কাছ থেকে সেই ফিডব্যাক অর্থাৎ তাদের সেই মতামত দেওয়ার জন্য।
অর্থাৎ সেই অ্যাপটি ইউজ করে তাদের যে মতামত জে রায় সেটিকে নেওয়ার জন্যই তাদের অ্যাপটিকে বিটা ভার্সন রিলিজ করে।
thenh publisher