বিজ্ঞান এর একজন স্টুডেন্ট-এর দৈনিক রুটিন কেমন হওয়া উচিত?

1 Answers   1.7 K

Answered 3 years ago

বিজ্ঞান এর ছাত্র হলেও কারো রুটিন অন্য বিষয়ের ছাত্রের চেয়ে কোনো অংশে আলাদা হয়ে লাভ নেই।

যা আলাদা হতে হয় তাহলে মানসিকতা। বিশ্বাস নামক শব্দটি ভূলে যেতে হবে। কোনো মত বা Theory অন্ধের মত মেনে নেয়া যাবে না। সবকিছু কে mathematically analysis করে দেখে নিতে হবে। Scientific idea আর তার logic of evaluation এর উপর মনোযোগ দিতে হবে।

মনে রাখতে হবে আমাদের ব্যবহৃত যন্ত্রগুলো বিজ্ঞান নয়। প্রাকৃতিক রহস্যের ব্যখ্যা হল বিজ্ঞান।

Sinjon Khan
sinjonkhan
517 Points

Popular Questions