Answered 3 years ago
১.পৃথিবীর ৩% পানি বিশুদ্ধ। তার মধ্যে ২% পানি জমাট বরফরূপে আছে, বাকি ১% পানি আমরা ব্যবহার করে থাকি;
২.প্রতি বছরের গ্রীষ্মে আইফেল টাওয়ারের উচ্চতা প্রায় ১৫ সেন্টিমিটার লম্বা হয়ে যায়। তাপ বৃদ্ধি পেলে পদার্থের আকারও বৃদ্ধি পায়- এ বিষয়টি অনেকেরই জানা রয়েছে। আর এ কারণেই আইফেল টাওয়ারের উচ্চতা গ্রীষ্মকালে অতিরিক্ত তাপে বৃদ্ধি পায়;
৩.শোয়ার ৫ মিনিটের মধ্যেই ঘুমানোর অর্থ হলো আপনার ঘুমের ঘাটতি আছে। ১০-১৫ মিনিট হলে অবশ্য তা ঠিক আছে;
৪.একটা পেন্সিল দিয়ে গড়ে ৩৫ মাইল লম্বা দাগ টানা যায়;
৫.মহাশূন্যে গেলে মানুষ কিছুটা লম্বা হয়, সেখানে মধ্যাকর্ষন থাকে না। ফলে মেরুদন্ডের উপরে কোন চাপও থাকে না। ফলে এর দৈর্ঘ্য একটু বৃদ্ধি পায়;
৬.একটা এনালগ ঘড়ি যদি নষ্টও হয়ে থাকে, তা দিনে দুবার সঠিক সময় দেখাবে;
৭. প্রতিদিন মহিলারা গড়ে ৭০০০ বাক্য বলে থাকে, আর পুরুষরা বলে থাকে ২০০০ বাক্য; 😷
৮.সূর্যের চারপাশে প্রায় সব গ্রহই ঘড়ির কাটার দিকে ঘুরে। তবে এক্ষেত্রে ব্যতিক্রম হলো শুক্র। এটি ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরে;
৯.. মহাকাশের রহস্য অসীম। মানুষের পক্ষে যতটা সম্ভব জানা হয়েছে তা বাস্তবে অতি সামান্য। বিজ্ঞানীরা এখনও প্রতিনিয়ত নতুন নতুন তথ্য জানতে পারছেন। এ জানা হয়ত কোনোদিনই সম্পূর্ণ হবে না;
১০.বাঁশের এমন কিছু প্রজাতি আছে যেগুলো দিনে প্রায় ৩ ফুট পর্যন্ত বাড়ে;
১১.ক্যাঙারু এবং ইমু পিছন দিকে যেতে পারে না;
১২.মাথা ছাড়াও তেলাপোকা ৯ দিন বেঁচে থাকে;
১৩.জিরাফ অধিকাংশ সময় ২৪ ঘণ্টার মধ্যে মাত্র ২০ মিনিট ঘুমায়। যদি কখনও কখনও ২ ঘণ্টা ঘুমায় তবে তা খুবই ব্যতিক্রম;
১৪.ইলেকট্রিক মাছ প্রায় ৬৫০ ভোল্ট শক দিতে পারে।
fiazfuad publisher