Answered 3 years ago
দেখুন সকল লোক নিজের পরিচিত লোকেদের একটি বৃত্ত তৈরি করে তারমাঝে থাকে। আপনার পেশা, মানসিকতা, সামাজিক অবস্থানের ওপর ভিত্তি করে এই বৃত্ত তৈরি হয়। এই বৃত্তের ভেতরেই জনপ্রিয়তা নির্ধারিত হয়।
যেমন ধরুন আপনি ক্রিকেটার। আপনার পেশা ক্রিকেট।আপনি বেশিরভাগ লোক যাদের চেনেন তারা ক্রিকেটার। এর মধ্যেই অনেকের প্রাপ্তি অনেক বেশি তাই উনাকে আপনি আপনার বৃত্তে জনপ্রিয় মনে করেন। এখানে কিন্তু অন্য কোন পেশার লোক নেই।
বিনোদন হচ্ছে সব থেকে বড় বৃত্ত। কারণ বিশ্বের সব লোকের বিনোদন প্রয়োজন। তাই এই বৃত্তের মাঝে থাকা লোককে বেশিরভাগ লোক চেনেন। তাই তারকারা অনেক জনপ্রিয়। এদের অনুসরণ করার জন্য নানা সামাজিক মাধ্যম রয়েছে।
এবার এই ধারনা ভুল যে বিজ্ঞানীরা জনপ্ৰিয় নন। বিজ্ঞান ভিত্তিক বৃত্তের মাঝে এনারা প্রচুর জনপ্রিয়। আপনি এই বৃত্তের মধ্যে হয়তো থাকেন না তাই এনাদের চেনেন না।
premaislam publisher