Answered 2 years ago
বিচ্ছেদ তীব্র যন্ত্রনা দায়ক। এটি মানুষকে মানসিক ব্যধিগ্রস্থ করে তুলতে পারে। এই সময়ে আসলে বুঝিয়ে কোনও লাভ হবে না। কারন অনেক বুঝে শুনেই মানুষ এমন ধরনের সীদ্ধান্ত নিয়ে থাকে। যদি বিচ্ছেদের পর কারো পাশে থাকতেই চান তাহলেঃ
১। খুব পজিটিভলি থাকুন। তার মন খারাপ করে এমন কিছু করবেন না।
২। তার কথায় যুক্তি দেয়া থেকে বিরত থাকুন।
৩। তাকে আপ্যায়ন করুন,প্রিয় হোটেলে তার প্রিয় খাবার খাওয়ান।
৪। খুব ভালো বিনোদন / রসাত্নক মুভি দেখান।
৫। সবসময় তার পিছে আঠার মত লেগে থাকবেন না। একটু একাও থাকতে দেবেন অবশ্যই। একাকিত্ব নিজেকে আবিস্কার/ রিফ্রেশ করতে সাহায্য করে।
৬। সে যে সকল মানুষের কাছাকাছি থাকতে পছন্দ করে তাদের সাথে পারলে দেখা করান এবং সংগে নতুন মজাদার মানুষের সংগেও পরিচয় করিয়ে দিতে পারেন।
৭। ভ্রমনে নিয়ে যেতে পারেন, প্রকৃতির যত কাছাকাছি সম্ভব।
৮। বই পড়ার অভ্যাস থাকলে ভালো বই দিন।
৯। সে যে কাজ/জিনিসগুলো পছন্দ করে বুঝে নিয়ে তাকে সেই সমস্ত কাজে ব্যাস্ত রখুন।
সবথেকে বড় যে বিষয়টা সেটা হলো পারিবারিক এবং সামাজিক বক্রদৃষ্টি। এগুলোকে আড়াল করতে তাকে সাপোর্ট দিন এবং অবশ্যই তাকে নিড়িবিলি থাকতে দিন। আপনার সুন্দর কাজ একজন মানুষকে তার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনুন, এই প্রত্যাশা রইলো। আপনিও ভালো থাকুন।
rayahan publisher