Answered 3 years ago
অফিস অথবা ব্যক্তিগত প্রয়োজনে আপনাকে যদি চেয়ার কিনতে হয় তাহলে কখনই কার্পণ্য করবেন না। প্রয়োজন অনুযায়ী সঠিক চেয়ার কিনবেন। অফিসের ক্ষেত্রে অনেকেই বলতে পারেন, আমি টাকা কেন খরচা করব? এটাতো অফিসের ব্যাপার! অফিস থেকে সঠিক চেয়ার না দিলে আমি কি করবো! কিন্তু দীর্ঘদিন দীর্ঘ সময় ধরে অযোগ্য চেয়ারে বসার ফলে আপনার কোমর এবং শিরদাঁড়ায় যে সমস্যা সৃষ্টি হবে সেটা আপনার অফিসকে দোষ দিয়ে কখনো কম হবে না। জীবনটা আপনার। সবক্ষেত্রে নিজের জীবনের প্রয়োজনীয়তা অন্যের উপর ছেড়ে দেবেন না।
কাউকে নিমন্ত্রণ করে খাওয়ানোর সময় কখনোই কার্পণ্য করবেন না। সর্বদা অতিথি কে সর্বোচ্চ সুবিধা প্রদান করুন এবং উত্তম মানের খাবার পরিবেশন করুন। সর্বদা আপনি নিজেকে অতিথির জায়গায় রেখে চিন্তা করবেন, আপনি যদি অতিথি হয়ে আসতেন তাহলে কিরকম সেবা এবং খাবারের আশা করতেন! অতিথিকেও ঠিক একইভাবে যত্ন করুন।
ঘুমোনোর খাট কেনার সময় কার্পণ্য করবেন না। যদি সামর্থ্য থাকে, সর্বোৎকৃষ্ট মানের খাট এবং তোষক (Sleep well) কিনুন। মনে রাখবেন একজন মানুষ দৈনিক গড়ে আট (৮) ঘন্টা ঘুমায়। এভাবে একজন মানুষ তার সমগ্র জীবনে এক তৃতীয়াংশ সময় ঘুমিয়েই কাটিয়ে দেয়। তাই এই ঘুমোনোর সময় অবশ্যই উৎকৃষ্টমানের হওয়া প্রয়োজন।
ই কেনার সময় কখনই দাম দেখে বই কেনার সিদ্ধান্ত নেবেন না এবং কার্পণ্য করবেন না। বইয়ের দাম যতই হোক না কেন সেটা মূল্য দিয়ে কখনই পরিশোধ করা যাবে না। আমি মনে করি বইয়ের কোনো দামই যথেষ্ট নয়। পৃথিবীতে উপলব্ধ সবথেকে কম খরচায় যদি সর্বশেষ্ঠ কিছু পাওয়া যায় সেটা একমাত্র বই। একটি বই পারে একটি মানুষের জীবন পরিবর্তন করতে।
কাউকে অর্থ দিয়ে সাহায্য করবার সময় কখনোই কার্পণ্য করবেন না। মনে রাখবেন, এই পৃথিবীতে আপনি সঙ্গে করে কিছুই নিয়ে আসেন নি। এবং সঙ্গে করে কিছুই নিয়ে যাবেন না। আপনি যদি অন্যকে সাহায্য করার মত সামর্থ্য অর্জন করে থাকেন তাহলে বুঝবেন ঈশ্বর আপনাকে তার দূত হিসেবে এই পৃথিবীতে পাঠিয়েছেন মঙ্গলময় কাজ করার জন্য। যত সম্ভব মানুষের উপকার করুন।
চশমা কেনার সময় কখনো কার্পন্য করবেন না। যদি আপনার চোখে পাওয়ার চশমা পরতে হয় তাহলে অবশ্যই ভালো মানের লেন্স ব্যবহার করুন। এক্ষেত্রে CRIZAL কোম্পানির লেন্স গুলি খুবই উন্নত মানের হয়ে থাকে। চশমার ফ্রেম কমদামের হলেও ক্ষতি নেই। কিন্তু লেন্স অবশ্যই উপযুক্ত হতে হবে। আপনি লেন্স এর মাধ্যমে আপনার শরীরের অত্যন্ত মূল্যবান অঙ্গ চোখ কে রক্ষা করছেন। তাই আপনি যদি লেন্স কেনার সময় কৃপণতা দেখান তাহলে মনে রাখবেন আপনি আপনার চোখের প্রতি যথেষ্ট যত্নবান নন এবং এর ফলাফল আপনাকে ভবিষ্যতে খারাপ ভাবেই ভুগতে হবে।
admin publisher