বিএনপি হঠাৎ বেশ জমজমাট আন্দোলন শুরু করার কারন কী? আওয়ামীলীগকে কি আসলেই ক্ষমতা থেকে হঠানো সম্ভব?

1 Answers   8.3 K

Answered 3 years ago

আওয়ামী লীগ হচ্ছে তীক্ষ্ণবুদ্ধির দল। অন্যদিকে বিএনপি বলতে গেলে মাথামোটার দল। আওয়ামী লীগ কোটি কোটি বার বিএনপিকে এক হাটে কিনে আরেক হাটে বেচে।

বিএনপির দুরাবস্থার মূল কারণ তারা নিজেরাই। আর আওয়ামী লীগও সেই সুযোগের সদ্ব্যাবহার করেছে। তাদের কৌশলের কাছে বিএনপি বার বার ধরা খেয়ে গিয়েছে। তার উপর অনেকবারই তারা নিজেদের পাতা ফাঁদে পা দিয়েছে। ফলে রাজনীতির খেলায় আওয়ামী লীগই একমাত্র খেলোয়াড় হয়ে গিয়েছে।

তবে কতদিন আর একা একা খেলতে ভালো লাগে বলেন!! তাই তো আওয়ামী লীগ অস্তিত্ব সংকটে থাকা বিএনপিকে একটু মাঠ গরম করতে দিয়েছে। আওয়ামী লীগ মাঠে নামলে ঠিকই বিএনপি গর্তে ঢুকে যাবে।

প্রায় ১৬ বছর ধরে ক্ষমতার বাইরে থাকা বিএনপি যেকোন উপায়ে ক্ষমতায় যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। তাদের বর্তমান হম্বিতম্বি দেখে তাই মনে হচ্ছে। মনে হচ্ছে তারা আরও একবার আওয়ামী লীগের পাতা ফাঁদে পা দিয়েছে।

আর বাংলাদেশের মানুষের স্বভাবই হচ্ছে প্রতিদ্বন্দ্বীকে এক ইঞ্চিও ছাড় দেয় না। রাজনৈতিক দলগুলোও ঠিক তাই। আওয়ামী লীগ-বিএনপি দুজনের উদ্দেশ্য হচ্ছে অন্যকে চিরতরে নিশ্চিহ্ন করে ফেলা। এজন্যই একদল যদি "সূর্য পূর্ব দিকে উঠে" বললে অন্যদল সেটার সাথে দ্বিমত করে বলবে "সূর্য উত্তর দিকে উঠে" অথবা সূর্য পূর্ব দিকে ওঠার সাথে ষড়যন্ত্র নীল নকশা খুঁজে পাবে!!!!

আর পৃথিবীতে কোন কিছুই চিরস্থায়ী না। ক্ষমতাও না। এক সময়ে না এক সময়ে আওয়ামী লীগ ক্ষমতা থেকে বিদায় নিবে। কিন্তু সে সময় এখনো আসেনি। মনে হচ্ছে সেটা আসতে আরও অনেক অনেক বছর বাকি।

(কমেন্ট সেকশন অফ করে রাখছি কারণ আমি চাইনা লীগ-দলের লোকজন এসে এখানে কমেন্ট যুদ্ধ চালিয়ে আহত নিহত হোক

Dilip Kumar
dilipkumar
300 Points

Popular Questions