Answered 3 years ago
বায়ুশূণ্য স্থানে বিমান ভেসে থাকার জন্য এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য বায়ুতে বল প্রয়োগ করে। ফলে বায়ুও বিমানের ওপর সমান ও বিপরীত মুখী প্রতিক্রিয়া বল প্রয়োগ করে।এই প্রতিক্রিয়া বলের জন্যই বিমান আকাশে ভেসে থাকতে পারে। কিন্তু বায়ু শূন্য স্থানে বিমান বায়ুর উপর বল প্রয়োগ করলেও কোন কিয়া বা প্রতিক্রিয়া বল সৃষ্টি হয় না।তাই বায়ু শূন্য স্থানে বিমান করতে পারে না।
riyazulislam publisher