বাল্যবিবাহের কারণে হৃদযন্ত্রের সমস্যা হতে পারে? ( মেয়ের ক্ষেত্রে)

1 Answers   10.8 K

Answered 2 years ago

প্রথমত বাল্যবিবাহের সঙ্গে হদযন্ত্রের সমস্যার কোন সম্পর্ক নেই । প্রাচীন এবং মধ্যযুগে বাল্য বিবাহ প্রথা যে প্রচলিত ছিল সেটা বলার অপেক্ষা রাখেনা।

মহাত্মা গান্ধী,রবীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর, বিদ্যাসাগর এমন অনেক মনীষী আছেন যারা ৫'৬ ও ৭ বছরের মেয়েদের অর্ধাঙ্গিনী করে নিয়ে এসেছিলেন।

এবার আসুন বাল্যবিবাহের কিছু ভালো ও মন্দ দুটো দিক নিয়ে একটি তুলনামূলক আলোচনা করা যাক। আধুনিক সমাজবাদী ও বর্তমান প্রজন্মের তরুণ-তরুণীরা মনে করেন বাল্যবিবাহ একটি সামাজিক অভিশাপ। কিন্তু এর কিছু ভালো দিক গুলোর কথা না বললেই নয়।

প্রথমত বাল্যবিবাহের দরুন একে অপরকে বোঝাপড়া, ভালো লাগা না লাগা, পছন্দ অপছন্দ দৈনন্দিন জীবনের অনেক বলা না বলা কথা তাদের মধ্যে এক অটুট বিশ্বাস ও ভালোবাসা বন্ধন তৈরি হতো এবং সেই বন্ধন এতই মজবুত তা একমাত্র মৃত্যুই তাদেরকে বিচ্ছেদ করতে পারত।

দ্বিতীয়ত বাল্যকালে বা অল্পবয়সে বিয়ে হলে, সেই পরিবারের প্রতিটি সদস্যের সঙ্গে একাত্মতা একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ,তখন সেই নববধু হয়ে উঠত মেয়ের মতো এবং শাশুড়ি মা নিজের মতো করে গড়ে পিঠে নিতে পারতেন।

    তৃতীয়ত সেই মেয়েরা স্বামীকে এবং শশুড়, শাশুড়ি,ভাশুর কে গুরুজনেরপ্রাপ্য সম্মান ,শ্রদ্ধা, ভক্তি ও ভালোবাসা দিয়ে সকলের মন জয় করে নিতে।সে হয়ে উঠত সেই পরিবারের মধ্যমনি।পতি পরমেশ্বর এই শব্দগুলো বাস্তবায়ন পরিলক্ষিত হত।
    তাই বাল্যবিবাহের বিচ্ছেদ নজিরবিহীন।
    অপরদিকে
    আধুনিক বিবাহে রয়েছে শুধু জৈবিক চাহিদা পূরণ, চাওয়া পাওয়া, নেই শ্রদ্ধা, ভক্তি ভালোবাসা। শুধু কম্প্রোমাইজ আর এডজাটমেন্ট ।না আছে একে অপরের প্রতি আস্তা বা বিশ্বাস। কাঁদা মাটি দিয়ে যেকোনো রূপ দেয়া সম্ভব, কিন্তু সেই মাটি একবার শক্ত হয়ে গেলে বিশেষতঃ একবার পুড়ানো হলে তা ভেঙ্গে যায় কিন্তু পুনরায় সেই মাটি দিয়ে নতুন কিছু গড়া যায় না।
    বেশি বয়সে বিবাহিত ছেলেমেয়েরা নিজেদের মধ্যে এডজাস্টমেন্ট করা একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায় । অনেকে তখন এডজাস্ট করতে পারে না এবং তাদের মধ্যে প্রায়শই নানারকম মানসিক সমস্যা বিশেষত ইগো বা অহমিকা বড় অন্তরায় হয়ে ওঠে।এর পরিণাম স্বরূপ বিবাহ বিচ্ছেদ বা সংসারে ভাঙন বা অশান্তির কথা নাই বা বললাম। এরমধ্যে ব্যতিক্রম রয়েছে বৈকি।
    পরিশেষে এটা না বললেই নয় যে পূর্বে বাল্যবিবাহের সময় মানসিক চাপ ও মানসিক অশান্তির সাথে সাথে হৃদরোগের সমস্যা অনেক কম ছিল এবং বর্তমানে হৃদরোগের সমস্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। তার মূখ্য কারণ ——
    ধন্যবাদ

Rajibul islam
rajibul
301 Points

Popular Questions