Answered 2 years ago
বায়োডাইভারসিটি বলতে মুলত বোঝায় জীবৈচিত্র্য।এটা একটু বুঝতে হলে প্রজাতি সম্পর্কে ধারণা থাকতে হবে।প্রজাতি হলো শ্রেণিবিন্যাসের মৌলিক একক। সাধারণভাবে প্রজাতি বিভিন্ন বৈশিষ্ট্যে সর্বাদিক মিলসম্পন্ন একদল জীবকে বুঝায়, যারা নিজেদের মধ্যে উর্বর সন্তান উৎপাদনে সক্ষম। যেমন: আমাদের দেশের সব ধরনের কাঁঠাল একই প্রজাতির অন্তরভুক্ত। তো এই হটস্পট বলতে বুঝানো হয়েছে যেখানে এই প্রজাতির বৈচিত্র্যতা বেশি থাকে ।অর্থাৎ অনেকগুলো প্রজাতি কোনো এলাকায় বসবাস করলে তাকে বলা যায় যে ওই এলাকাটা বায়োডাইভারসিতির হটস্পট।
ashikafser publisher