বাবা মারা যাওয়ার পর ছোট বোন ১২ বছর ধরে থাকতে শুরু করে। সমস্যা হচ্ছে বোন ফ্লাট না ছাড়াতে ছোট দুই ভাই বিয়ে করতে পাচ্ছে না, উপায় কী?

1 Answers   10 K

Answered 2 years ago

বোন কি আপনাদের বোঝা হয়ে গেল নাকি!

বাবা মারা যাওয়ার সময় ত সে আপনাদের সাপোর্টই করতেছিল। এখন যেহেতু ভাই বোনের হিসেব আসছে, তাকে সব কিছু খুলে বলেন। তার হাসব্যান্ড সহ সবাই একজায়গায় বসে ফ্যামিলি মিটিং করেন।

বোন ত বাবার সম্পত্তির একটা অংশ পাবে। তাকে তার অংশ বুঝিয়ে দেন। সে যতটুকু পাবে তাতে যদি তার থাকার অবস্থা না থাকে তবে মিউচুয়ালি তার থেকে ক্রয় করে নেন যদি সে বিক্রি করতে আগ্রহী হয়। কোনোভাবেই জোড় করা যাবেনা যাতে সে বাধ্য হয় বিক্রির জন্য।

ফ্যামিলির বিষয়ে থার্ড পার্টি না আসাই ভাল। আপনার বোনকে বলেন ছোট দুই ভাইকে বিয়ে করিয়ে দিতে। তাদের ত বিয়ের বয়স হয়েছে। তখন সে নিজেই বুঝতে পারবে কিভাবে কি করলে ভাল হবে। যদি সে দেখে জায়গার সংকুলান হচ্ছেনা, তখন সে নিজ থেকেই ভাগ বাটোয়ারার কথা বলবে। তবে বোন যেন কস্ট না পায় সেদিক লক্ষ্য রাখবেন। 🙏

Salmon Muqtadir
salmon
246 Points

Popular Questions