বান্দরবান, সুন্দরবন এবং শ্রীমঙ্গলে একা ভ্রমণ করার ক্ষেত্রে কী কী সাবধানতা অবলম্বন করা দরকার?

1 Answers   5.4 K

Answered 3 years ago

আমার ভাগ্য ভালো আমি বেশ কয়েকবার বান্দরবান, সুন্দরবন এবং শ্রীমঙ্গলে ভ্রমন করতে সক্ষম হয়েছি। অবশ্য এসব জায়গা ভ্রমনে আমি একা যাইনি। পুরো দলবল নিয়ে গেছি। কোথাও একা একা গিয়ে আমি আরাম পাই না। ভ্রমনে দলবল নিয়ে যাওয়াই আনন্দের বেশি। অপরিচিত জায়গায় একা গিয়ে আনন্দ নাই। কথায় আছে- যে একা সে-ই সামান্য। যাই হোক, কেউ কেউ আছেন- একা একা ভ্রমন করেই আনন্দ পান। তবে আমি সেই দলের না।

বান্দরবান আমি তিনবার গিয়েছি। দুবার গিয়েছি বন্ধুদের সাথে। একবার গিয়েছি স্ত্রীকে নিয়ে। দারুন সুন্দর জায়গা। অতি মনোরম পরিবেশ। প্রথমে একটা কাগজে লিখেছি- কোথায় কোথায় যাবো। কতক্ষন করে থাকবো। এরপর রুটিন মোতাবেক ঘুরতে শুরু করলাম। শুধু বান্দরবান না, যে কোনো জায়গায় বেড়াতে গেলেই সভ্য হয়ে থাকবেন। আদিবাসী, উপজাতি এদের সাথে ভুলেও খারাপ ব্যবহার করতে যাবেন না। অনুমতি না নিয়ে এদের ছবি তুলতে যাবেন না। ওদের সাথে তুই তুকারি করে কথা বলবেন না। উপজাতি মেয়েদের ভুলেও খারাপ মন্তব্য করবেন না। ওদের সম্মান করবেন, সম্মান পাবেন। রাতের বেলা হোটেল থেকে বের হবেন না। রেস্টুরেন্টে খাওয়ার আগে ভালো করে দাম জিজ্ঞেস করে নিবেন। কোথাও গেলে বাস, রিকশা, গাড়ি- ভাড়া ঠিক করে নিবেন আগে।

সুন্দরবন। আমি সবচেয়ে বেশি গিয়েছি সুন্দর। কমপক্ষে পাঁচ বার। কটকা, দুবলার চর, হিরন পয়েন্ট। জাহাজে করে গিয়েছি। জাহাজ যখন নদী পার হয়ে বপঙ্গোপসাগরে উঠে। কুয়াশা কেটে গেলে দেখা যায়- চারিদিকে পানি আর পানি। কোনো পাড় নেই। কোনো ঘরবাড়ি দেখা যায় না। রাতেরবেলা বঙ্গোপসাগর অলৌকিক হয়ে উঠে। ভাগ্য ভালো হলে আকাশে চাঁদ দেখা যায়। চাঁদের আলো পানিতে পড়লে- অসাধারন লাগে দেখতে। পানি গুলো ঝকমক করে। এত সুন্দর লাগে যে ইচ্ছা করে মরে যাই। এত সুন্দর সহ্য হয় না। সুন্দরবন যাওয়ার জন্য আদর্শ সময় হচ্ছে শীতকাল। একাএকা বনের ভিতরে যাবেন না। খালি পায়ে হাঁটবেন না। সাথে পানির বোতল রাখবেন।

শ্রীমঙ্গল। আপনি যখন ট্রেনে করে শ্রীমঙ্গল যাবেন- ট্রেনের জানালা দিয়ে দেখবেন আকাশ ফর্সা হচ্ছে। পাহাড় দেখা যাচ্ছে। ট্রেন চলেছে একেবেকে। ছোট ছোট টিলা। চা বাগান। ভুলেও জানালা খুলবেন না। জানালার বাইরে হাত রাখবেন না। এবং মোবাইল দিয়ে ছবি তুলতে যাবেন না। ট্রেনের বাইরে একদল লোক থাকে- তাঁরা মোবাইল নিয়ে যায়। শ্রীমঙ্গল খুব সুন্দর জায়গা। আপনি খুশিতে মোবাইল দিয়ে ছবি তুলতে জানালার কাছে যাবেন। ওরা বাইরে থেকেই মোবাইল নিয়ে যাবে। ওরা আপনাকে লক্ষ্য করে পাথর ছুড়ে মারবে। আপনার হাত থেকে মোবাইল পড়ে যাবে। চলন্ত ট্রেন। শ্রীমঙ্গল যাওয়ার পথে প্রতিদিন অসংখ্য যাত্রী তাদের মোবাইল হারায়। পাথর লেগে কারো কারো মাথা ফেটে যায়। খুব সবধান।


Gms Sohan
gmssohan
126 Points

Popular Questions