বাদুড় সম্পর্কে অজানা তথ্যগুলো কী, যা অনেকে জানে না?

1 Answers   10 K

Answered 3 years ago

ছোটবেলা থেকেই বাদুড় সম্পর্কে এক মহা ভুল তথ্য জেনে আসছি। তাই যখন ঠিকঠাক জেনেছি তখন মনে হয়েছে এক অজানা তথ্যই জানলাম।

বাদুড় অন্ধ নয়। এই সাহেব চোখে দেখেন। তবে কিছু বাদুড়ের দৃষ্টি শক্তি কিছুটা দুর্বল। আর বাদুড় নিশাচর হবার কারণে দিনের বেলা উড়ে বেড়ানোর প্রয়োজন খুব একটা পড়ে না। আর রাতের আঁধারে উনার যাতে হারিকেন জালিয়ে দুর্বল দৃষ্টিশক্তি নিয়ে উড়তে না হয় এইজন্যই হয়তো সৃষ্টিকর্তা তাকে শব্দতরঙ্গ ব্যবহার করে চলার অদ্ভুত ক্ষমতা দিয়েছেন। এই শক্তি ব্যবহার করেই বাদুড় সাহেব চলাফেরা করে থাকেন।

আর হ্যাঁ, ধুলাবালির মধ্যে কিন্তু বাদুড় আমাদের থেকে ভালো দেখতে পায়।


Imtiyaz Ahmed
imtiyazahmed
433 Points

Popular Questions