Answered 2 years ago
যে মেয়ে বা ছেলে বলে আমি ঐ রকম ছেলে বা মেয়ে পছন্দ করি । যদি পাই তার সঙ্গেই জীবন কাটাতে চাই । সে সদাই ভুল বলে । ভাল লাগা যা ভাল আবহ ও পুষ্টি পেলে ভালবাসায় পরিনত হয় তা হল হৃদয়ের অনুরণন । সেই সঙ্কেত পাঠান সৌন্দর্য্যময় ঈশ্বর । যদিও ঈশ্বরের পৃথিবীতে সব ভাল জিনিসই ক্ষনস্থায়ী , তবু সেইদিন সেই সময়ের অনুরণনটি উপেক্ষা করা সত্যই অসম্ভব এবং এটি কখন কার কাছে কার জন্য আসবে কেউ বলতে পারে না ।
tanzilhasan publisher