বাঙালির কোন জিনিস আপনার অপছন্দ?

1 Answers   11.8 K

Answered 2 years ago

নবম-দশম শ্রেণির ছাত্র-ছাত্রীদের মাথায় যে যৌনের ভূত চাপে তা তো সকলেরই জানা কথা!

দৃশ্যপট ১:

দশম শ্রেণির এক ছাত্র বেঞ্চে মেয়েদের জন্য অশ্লীল কথা বার্তা লিখছে। এমন সময় একজন শিক্ষক আসে এবং তা দেখে ফেলে। ছাত্রও শিক্ষককে দেখে বদ হাসি দিয়ে বেঞ্চে বসে যায়। শিক্ষক বিষয়টিকে উপেক্ষা করে এবং কিছুই বলে না।

দৃশ্যপট ২:

দশম শ্রেণির এক ছাত্র বেঞ্চে মেয়েদের জন্য অশ্লীল কথা বার্তা লিখছে। এমন সময় একজন বদ মেজাজী শিক্ষক আসে এবং তা দেখে ফেলে। শিক্ষক ক্লাসে ঢুকতেই ওই ছেলেকে দুই-চার কষে থাপ্পর-কিল দিল। ছেলেটিও তেরামি করে ওই শিক্ষকের অনুপস্থিতিতে তাকে খারাপ নামে গালিগালাজ করে ও বেঞ্চে আরো বেশি করে লিখে।

দৃশ্যপট-৩:

দশম শ্রেণির এক ছাত্র বেঞ্চে মেয়েদের জন্য অশ্লীল কথা বার্তা লিখছে। এমন সময় একজন শিক্ষক আসে এবং তা দেখে ফেলে। শিক্ষক ছাত্রকে নিয়ে আলাদা রুমে যায় এবং তাকে তার দোষটা ধরিয়ে এর থেকে নিজেকে শুধরে নেয়ার জন্য উপদেশ দেন।

------------- এখন আপনাদের কাছে কোন শিক্ষকের একশনটি ভালো লেগেছে? বেশিরভাগ লোক হয়তো বলবে যে ৩ নম্বরটা।

কিন্তু আমার কাছে একটাও না। যে বয়সে শিক্ষার্থীদের ম্যানার তৈরি করার কথা ছিল ওই বয়সে তাদেরকে এক ব্যাগ ভর্তি বই নিয়ে আসা যাওয়া করতে হয়। তাদেরকে তো কখনো এইসব ম্যানার শিখানো হয় না।

পড়ালেখা —পরীক্ষা এগুলো দিয়েই তো শুরু হয় একজন বাচ্চার শিক্ষা জীবন। অথচ বিশ্বের সবচেয়ে ওয়েল-ম্যানারড দেশ জাপানে প্রাইমারি ক্লাসগুলোতে কোনো ধরনের পরীক্ষা নেয়া হয় না। তাদের সেখানে আগে শিশুদের শক্তিশালী ম্যানার তৈরি করে।

এজন্যই তো জাপানের একজন বাচ্চাও রাস্তায় ময়লা ফালায় না, ময়লা দেখলে তা নিজ দায়িত্বে নির্দিষ্ট ডাস্টবিনে ফেলে দিয়ে আসে। তারা এ ধরনের কাজ করতে মোটেই লজ্জাবোধ করে না। কারণ সবাই করে একাজ। কোনো বিশেষ শ্রেণি এ কাজ করে না। সবাই করে।

আর আমাদের বাঙালি বাবা-মায়েরা সন্তান জন্মের পরপরই সন্তানের বেসিক ম্যানার ভুলে তাদেরকে নিয়ে ডাক্তার-ইঞ্জিনিয়ার এর স্বপ্ন দেখে এবং বান্ডেল টাকা খরচ করে তাদেরকে পড়াশোনার চাকরিতে নিযুক্ত করেন। যাদের মেধা ভালো তারা এই চাকরিতে টিকে থাকে এবং বড় হয়ে চরিত্রহীন ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়। আর যাদের মেধা অত ভালো না তারা মেয়েদের পিছন পিছন ঘুরে, বস্তিদের সাথে খেলা করে, টিক-টক করে, বন্ধু-বান্ধবদের সাথে ফরমাশ করে দিন কাটায়। তারাই বড় হয়ে গ্যাং, ভন্ড আলেম, দেশের উন্নতির কাটা হয়ে দাঁড়ায়।

বাঙালিরা একটি জাতির শুধু দোষগুলোই আয়ত্ত করে। ইন্ডিয়া যা করে বাংলাদেশও তাই করে। ইন্ডিয়া দাম বাড়ালে বাংলাদেশও। ইন্ডিয়া লকডাউন দিলে বাংলাদেশও। ইন্ডিয়াতে দুর্নীতি আছে বলেই বাংলাদেশে আছে।

বাঙালীরা অনুকরণ করতে করতে এমন এক পর্যায়ে চলে গেছে যে তারা আর তাদের নিজেকেও নিজে বলে দাবি করতে পারে না।

যে দাসত্বের বেড়াজাল থেকে আমরা নিজেকে মুক্ত করেছি [১৯৭১], নিজেদের অগোচরেই আমরা আবার সেই দাসত্বের বেড়াজালেই নিজেদের আবদ্ধ করছি।

চমৎকার❗❗❗

Aariv
aariv
294 Points

Popular Questions