বাংলাদেশ সরকার কি পারেন না ৬৪ জেলায় ছড়িয়ে ছিটিয়ে থাকা সব শপিং মলকে এক করে ফিক্সড প্রাইস করে দিতে?

1 Answers   5.5 K

Answered 2 years ago

এর জন্য সমস্ত শপিং মলকে একত্র করতে হবে না। সরকার চাইলে এমন একটা আইন প্রণয়ন করতে পারে যে, একই পণ্য সারা দেশে সকল বিক্রয় কেন্দ্রে একই দামে বিক্রি করতে হবে। এমন আইন প্রণয়ন করা সম্ভব এবং এই ধরনের কিছু আইন বাংলাদেশে আছে। কখনো দিয়াশলাইয়ের বাক্সে লেখা দেখেছেন, "সর্বোচ্চ খুচরা মূল্য ..."?


যাহোক, সমস্ত শপিং মলের উপর প্রযোজ্য হবে এমন আইন প্রণয়ন করা সম্ভব। কিন্তু আধুনিক কালের সাংসদীয় গনতন্ত্রে সেটা অনেক লম্বা প্রক্রিয়া। ধরে নিলাম সেই আইন প্রনীত হয়েছে এবং সংসদে পাস হয়ে গেছে। একন প্রশ্ন হল আইনের প্রয়োগে।


দেশে এখন, এই মুহুর্তেই অনেক ভাল ভাল আইন আছে। যদি সেই আইনগুলো সঠিক ভাবে প্রয়োগ করা যেত, তাহলেই সাধারণ লোকের জীবন মান থেকে শুরু করে আরও অনেক কিছু রাতারাতি বদলে যেত। এত সব কল্যাণকর আইনের স্তুপে আরেকটা আইন যোগ হল। এই আইনটা প্রয়োগ করবেন কিভাবে? মানে কোন শপিং মলে যদি জিনিসের দাম বেশি রাখে, বা একই মলে দুইটা দোকানে দুই দাম রাখে, তাহলে আপনি কিভাবে সেটা নিয়ন্ত্রণ করবেন? যদি আইন প্রয়োগের কার্যকরী উপায় পান, দয়া করে আমাকে জানিয়ে যাবেন। আমি এই উত্তর সম্পাদনা করে আপনার আবিষ্কৃত পন্থা লিখে রাখব। সব পাঠকেরা উপকৃত হবে।


Sakib Uddin
Sakib23
297 Points

Popular Questions