Answered 3 years ago
ঢাকাই রাজধানী থাকবে তবে ঢাকার অদূরে নারায়নগঞ্জের রুপগঞ্জের নতুন উপশহর পূর্বাচলে ঢাকার অধিকাংশ সরকারী অফিস নিয়ে যাওয়া হবে তবে সেটা হতে হতে আরো ২০ / ৩০ বছর লাগবে। তখন পূর্বাচল হবে নতুন ঢাকা। বর্তমান ঢাকা হয়ে যাবে পুরান ঢাকা।
এর আগে বিমানবন্দর থেকে পূর্বাচল ও কমলাপুর রেলওয়ে পর্যন্ত পাতাল রেলের কাজ শেষ হবে যার নির্মানকাজ আগামী সেপ্টেম্বর থেকে শুরু হবে। শেষ হতে ১০ বছর লাগতে পারে।
sopnil.sopno publisher