Answered 2 years ago
স্পেনে জেনারেল ফ্রাঙ্কোর নেতৃত্বে 39 বছর সেনা শাসন চলেছে ;
পাকিস্তানে ফিল্ড মার্শাল আইয়ুব খান এবং জেন পারভেজ মোশারফের শাসন আমল ছিল সবচেয়ে উচ্চ অর্থনৈতিক প্রবৃদ্ধির;
চিলিতে 17 বছর সেনা শাসন চলেছে জেনারেল আগাস্তো পিনোচেট-এর নেতৃত্বে;
থাইল্যান্ডে দূর্নিতিবাজ সিনাওয়াত্রা পরিবারকে হটিয়ে এখন দেশের সেনাপ্রধান বিগত বেশ কয়েক বছর যাবত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন;
কাজেই, সেনা শাসন থাকাকে আপনি খারাপ বলছেন কিসের ভিত্তিতে?
বাংলাদেশ বা পাকিস্তানে কয়েকবার সেনা শাসন প্রতিষ্ঠা হলেও ভারতে কখনো হয়নি কেন?
কারণ,
ভারতের রাজনীতিতে আমেরিকা বা সোভিয়েত ইউনিয়ন কখনও হস্তক্ষেপ করেনি; পাকিস্তান এবং বাংলাদেশে হস্তক্ষেপ করার সুস্পষ্ট প্রমাণ রয়েছে
ভারত একটি ফেডারেল ইউনিয়ন। বাংলাদেশ মনোলিথিক দেশ। পাকিস্তান ফেডারেল ইউনিয়ন হয়েও মনোলিথিক।
ভারতের আকার বড়; ফলে, কোন জেনারেলের পক্ষে ক্যু করে পুরো দেশের নিয়ন্ত্রণ নেয়া সম্ভব না
azim publisher