বাংলাদেশে এরকম কোনো ব্যবস্থা নেই। আগামী ১০০ বছরেও হবে কিনা সন্দেহ। সব জায়গায় চেতনার লালন করে এরা। এদেশে পথে ঘাটে আপনি শিল্পকলা, উদীচি, লালন, নজরুল, রবীন্দ্র গবেষণা একাডেমি পাবেন। যা দিয়ে জনগণের কোনো উপকার হয়না। অথচ মহাকাশ গবেষণার মতো জিনিস তৈরির চিন্তাও নেই এদের।
suriyasultana publisher