Answered 3 years ago
প্রথম কারন সে ফিক্সিং করেছিল,তাই তার ম্যচে নামালে তার দিকে সর্বদা সন্দেহের তীর থাকবে আমজনতা দর্শকের ।এতে সে চাপে থেকে আরো খারাপ করবে।আর তার বয়স ও ফিটনেস এখন আন্ত্রজাতিক ক্রিকেটের পর্যায় নেই।এছাড়া আশরাফুলের সময় আমাদের ক্রিকেট কালচার ছিল স্টেইনের বলে ২টা ৪ মারলে বাহবা দেয়া হত।আর এখন ক্রিকেট কালচার নুরুল হাসান এর মত ব্যটসমান রাবাদার টানা ৩টা জুসি হাফভলি তে একটা বাউন্ডারি না মারতে পারলে ,ম্যনেজার সুজন চাচা বলবে কি শিখলে।
jakirrana publisher